হে অপরূপ ———
রূপের মাধুরী লয়ে এসেছো এই প্রভাতে
তুচ্ছ করি ভীতি গ্লানি ,
আঁধার কাটায়ে এ সকাল আজি
শোনাল তোমার অমোঘ বানী ।
হে অপরূপ ।
হে অপরূপ —–
দুখের স্মৃতি মুছায়ে দিয়ে নতুন জীবন ভরো
নব প্রভাতের নব রূপ তুমি , আনন্দ ধারায় ঝরো ।
হে অপরূপ —-
আশাহীন প্রাণে আশার আলো আপনাতে দীপ্তময়
আঁধার আগল খুলিয়া দিয়া মানবের আনো জয় ।
তুমি দীপ্তময়………
হে অপরূপ ।।