হিমেল বাতাস সঙ্গে নিয়ে
হেমন্তের আগমন,
মিঠেল রোদের পরশ সাথে
আমোদের আলাপন।
স্বর্ণালী ধানে জমি রয় ভরা
সবজি রকমারি,
ভোরের শিশিরে সিক্ত ফুল রাশি
কতনা রঙ বাহারি।
ধানের শিষে ঘাসের ‘পরে
শিশির বিন্দু ছায়,
অর্ক দ্যুতির ছটায় ভোরে
স্ফটিক সম ঝলকায়।
দিঘির জলে ভাসা পদ্ম কলি
ভোরের শিশির মেখে,
খুশিতে হেসে প্রস্ফুটিত হয়
পত্রে শিশির ধরে রেখে।
শিশির সিক্ত ধানে দোলা খায়
দোয়েল ফিঙ্গে সুখে,
লাঙল কাঁধে চাষি চলে ভোরে
খুশির হাসি মুখে।