ছুটছে দিন ছুটছে সময় অজানা মরূদ্যানে,
অন্ধকারে বন্দি জীবন, সংগ্রামের যাতাকলে ।
রক্তিম অশ্রুত মনন আজও করে ওঠে তোলপাড়,
বৃষ্টিস্নাত রাতেও যেন গর্জে ওঠে অন্তরের হাহাকার ।
বিজন নির্বাক আধাঁরে কলঙ্কিত চাঁদ হেসে বলে,
গ্রহণ লেগেছে মনে, তোর নির্বোধ অন্তরের নীড়ে ।
অভিমান গুলো পুড়ছে ক্রমে, মানব অভিনয়ের প্রহসনে..
হৃদয়হীনাও দগ্ধে ওঠে আবেগরূপি আর্সেনিকের জ্বলন্ত কামরে ।।