এই যে হৃদয় আয়না তো নয়
যে ধরে রাখবে প্রতিচ্ছায়া অন্যের ইচ্ছায়,
এই যে হৃদয় মোটেই সে নয় রসের সরোবর
যে কেউ এসে ভরে নেবে ঘটিটি তার যখন তখন
এই যে হৃদয় চাদরও তো সে নয়
যে তাকে ভাজ করে তুলে রাখা যাবে আলনায়?
এই যে হৃদয় বিছানাও নয়
যে কেউ এসে অনায়াসে শোবে তায়!
এই যে হৃদয় প্রতিনিয়তই
ঘটছে সেখানে প্রলয় ভয়ংকর,
আলোড়ণ যত ,ঢেউ ওঠে কত যখন তখন
সবকিছু সে অকাতরেই ভাসিয়ে নিতে পারে,
এই কথাটা কেউ না বুঝুক
বুঝেছি আমি অন্তরে, অন্তরে।