আজকাল মনের খাতায় লিখতে প্রেরণা পাই না–
বিষাক্ত মনে রঙের তুলি দাগ পড়ে না,
প্রতিনিয়ত যেখানে নখের আঁচড় ফালাফালা করে,
একেক সময় ভাবি তাকে অন্যত্র রাখি।
ভালোলাগা স্পর্শগুলো সড়িয়ে নিয়ে যাই–
খারাপগুলোর সঙ্গে ভালো লাগারা আঘাত যে পাই
যত কষ্ট উগড়ে দাও আমার ছোট্ট প্রকোষ্ঠে
অলিন্দ ও নিলয়ের দ্বিপত্র,ত্রিপত্র কপাটিকারা কাজ করে না
প্রকোষ্ঠে শুদ্ধ ও অশুদ্ধ মিলেমিশে একাকার
অসুস্থ মনে প্রেরণারা ডাকাডাকি করে
জাগো বন্ধু জীবনের কবিতা লেখো
ভালবাসার ছবি এঁকে রঙিন করো!
ওই রঙিন ভালবাসার ছবিতে যমের মন আর কখনো গলবে না!
যেতেই হবে পরপারের ডাক যে এসেছে!
বিদায়!