তোমার চোখের তারায়,
যখন আকাশ দেখি,
বিহ্বল হয়ে পড়ি।
সমুদ্রের মতো গভীর দু-চোখে,
খুঁজে পাই নিবিড় আশ্রয়।
আমার হৃদয় নিংড়ানো
ভালোবাসায় এতোটুকু,
ফাঁক ছিল না কোথাও।
ছিল শ্রদ্ধা মিশ্রিত পবিত্রতা।
তোমাকে ছুঁয়ে আজও মাথা উঁচু করে,গাছ হয়ে অবিচল দাঁড়িয়ে আছি।বুঝতে কি পারো,
তুমি আমার অহংকারের অলংকার।
তোমার সংস্পর্শে এসে নিজেকে নতুন করে চিনেছি,
হয়ে উঠেছি সম্পূর্ণা নারী।
অদ্ভুত এক অনুপ্রেরণায় শব্দের পিঠে শব্দ সাজিয়ে লিখে চলেছি জীবনের কথকতা!
বলো,এ কী আমাদের কম পাওয়া!
আমাদের এই বিশুদ্ধ সম্পর্ক,
করুণাময় ঈশ্বরের তৈরী করা!
নৈলে আমার কি সাধ্যি বল তোমার কাছে আসা!
ফেলা আসা শৈশবের সেই তুমি কে নতুন করে বেলাশেষে ফিরে পাওয়া।
যা কিছু ভুল ত্রুটি মার্জনা করে,
আমায় তুমি গড়ে নিয়েছো অনেকটাই।
দোষে গুণে ভরা আমরা মানুষজন
যদি ভালোবাসো,
তবে তার সবটুকু গ্রহণ করো।
কিছুটা অপেক্ষা জমুক অন্তরে,
কাজল লেপ্টে যাওয়া অভিমানে।
না থাক মনোমালিন্য
না থাক কোন অভাব অভিযোগ।
আমার আমি টা নিজের কাছে ভীষণ দামী।
তাইতো তোমায় হৃদয় নিংড়ানো ভালোবাসায় যত্নে,আগলে রাখি।