কত ডাকি আয় না রে চুপিচুপি–
আমার হৃদয় জুড়ে কুয়াশা খুব!
পুরানো ব্যথাটা আজো বেশ দগদগে–
মনে পড়ে কত টক ঝাল মিষ্টি স্মৃতি–
তুই যে শয়নে স্বপনে জাগরণে
মনের প্রতি পৃষ্ঠায়,
ভালবাসিরে খুব খুব তোকে–
তাকালেই শুধু তুই আর তুই।
অলিন্দ – নিলয়ের প্রতি প্রকোষ্ঠে আছিস রে তুই–
কেন রে সবকিছু ফেলে বহুদূরে চলে গেলি !
জীবন যুদ্ধে তোর হার, চরম পরিস্থিতিতে আমাকে প্রতিনিয়ত রক্তাক্ত করেছে।
আমার রক্তাক্তের যন্ত্রণা প্রতি মুহূর্তে তোকেও ব্যথিত করত,
একজন সৈনিক একটি তরবারি যমদূতের সাথে লড়তে পারে কি!
যাবার আগে তাও আমাকে ভগবান বলে গেলি–
আমার তন মনে শুধু তোকে হারানোর জ্বালা
হাত বাড়িয়ে শীতল করে দে না রে!
আয় না চুপিচুপি,চলে আয়,তোকে বড্ড ভালোবাসি।
যে দিকে দেখি শুধু তুই আর তুই।।
আজ অথৈ জলে ভাসছে জানিস তোর ভালবাসার তুই।।
যদি জীবন মিশে যায় ধোঁয়াশায়
আঁকুপাঁকু করে মন ,
ফিরে আয় তুই,তোকে ছাড়া জীবন অচল !