ঢেঁকির পরে বাচ্চা চড়ে
ওঠা নামা খেল,
খেলাধুলা বাচ্চাগুলা
ধপাস ধপাস ফেল।
পড়ে গিয়ে ব্যথা নিয়ে
উঠে পড়ে তাই,
চোখের জলে কথা বলে
মুখে হাসি ভাই।
ছুটির দিনে বাজায় বিনে
হাসি খুশি বেশ,
সাঁতার কাটে পুকুর ঘাটে
চিৎ সাঁতারের রেস।
খেলার মাঠে বিকেল কাটে
রঙ বেরঙের ফুল,
ব্যায়াম করে কসরত ধরে
নাইযে কোনো তুল।
রবি পাটে ফেরে বাটে
লেখাপড়া রয়,
নিদ্রা ঘুমে পলক চুমে
মায়ের শাসন ভয়।
মাতা ডাকে জোরে হাঁকে
খাবে এসো সব,
নিদ্রা ভুলে চোখটি খুলে
হুটোপুটি রব।