বলোনা কথা ন্যাকা ন্যাকা ।
কথায় তোমার লাগলো ছ্যাঁকা ।
হীরের আংটি হয় না ব্যাঁকা ।
বলি কালো ছেলে , চাকরী পেলে ,
গুনবতী লক্ষ্মী মেলে ।
যতই খাটুক চাষের হেলে ,
কপাল নাহি মেলে ।
মাথাটা তার থাক না ন্যাড়া ,
চোখটা না হয় একটু ট্যারা ।
দাঁতগুলো হোক ব্যাড়া, ব্যাড়া ।
এই দুর্মূল্যের বাজারে ,
দিব্যি চলে যেতে পারে ,
হয় হোক কানা – খোঁড়া ।
যদি থাকে সোনায় মোড়া ,
ট্যারা – ব্যাঁকা হোক সে ছোঁড়া ।
ভালোই মেলে দর, বিয়ের বাজারে ।
হীরের আংটি কখনও, বাঁকা হয় না রে ।