জীবন কেমন স্থির হয়ে গেছে নতজানু ক্রীতদাসদের সান্ধ্য-
সংগীতের অবাক সভায়!
মাঝে মধ্যে কোলাহল ভেসে আসে, গুলিবিদ্ধ শার্দুলের
মাংস ছিঁড়ে নিতে সারমেয়গণ দ্রুত ছুটে যায় ;
তাদের অশ্লীল বাহুবায় কাঁপে ভূবনমোহিনী রাত্রি, ম্লান
হ’য়ে যায় জ্যোত্স্নার নক্ষত্র, বিতৃষ্ণায় মাথা নাড়ে দীর্ঘ
তরুবিথি
আহা জীবন! আবাদ করলে হ’তো সোনা সেই মানব
জীবন আজ এমনি রসিকতা!
হাসে দ্বারকার পথে ঘাটে ভাড়াটে জল্লাদ, জননীর
পরিত্যক্ত নবজাত শিশুর কান্নায় . . .