হাল আমলের চালচিত্রে যে
বিস্ময় জাগে মনে,
লম্বা রাখছে ছেলেরা চুল
বাঁধছে ঝুঁটি সনে।
অবাক ব্যাপার আরো বলি
একহাতে দেয় বালা,
কারো কারো এককানে দুল
গলায় পুঁতির মালা।
ছেলে মেয়ে নির্বিচারে
হিন্দী স্টাইলে রাজে
হাঁটু ছেঁড়া জিন্সের প্যান্টে
ভারী অদ্ভুত সাজে।
লাজ শরমের পাট চুকেছে
স্বল্প পোশাক অঙ্গে,
রাস্তায় পার্কে ছেলেমেয়ে
নাচে নানান ঢঙ্গে।
পুরুষ এখন নারী সাজে
নারী পুরুষ বেশে ,
সংস্কৃতির যে অবক্ষয়ে
জীবন যাচ্ছে ভেসে।