তারপর এভাবেই প্রতিদিন
ছিঁড়ে গেছে
কালো শড়ীর ভয়ঙ্কর
ডানা
দগদগে ঘা
নবজাতক
সেই ছেড়া ডানায়
মায়াবী খুনসুটি
লিখে লিখে
যোদ্ধা হয়েছি
তার আঘাতে
কলিজায় শান দিই
তারপর এভাবেই প্রতিদিন
ছিঁড়ে গেছে
কালো শড়ীর ভয়ঙ্কর
ডানা
দগদগে ঘা
নবজাতক
সেই ছেড়া ডানায়
মায়াবী খুনসুটি
লিখে লিখে
যোদ্ধা হয়েছি
তার আঘাতে
কলিজায় শান দিই