অপলকে তাকালাম দুইজনে
যেন হারিয়ে গেলাম শিহরণে
অনুভব ধরা দিল যে তনু মনে
নিবিড় হলাম গাঢ় আকর্ষণে।
মনে হল যেন স্পর্শকাতরতায়
হৃদয় উঠল ভরে তার উষ্ণতায়
পথ চলা শুরু স্বপ্ন জালিকায়
মিলব দুজনে গভীর ভালবাসায়।
প্রেম ছাড়া বলো কী জীবন হয়
হৃদয় তো সর্বদা হৃদয় চায়
রঙিন স্বপ্ন মনে আসে যায়
বৃষ্টি এসে হঠাৎ মনকে ভেজায়।
আমায় করবে সে জীবন সাথী
পালটে নেবে জীবন রাতারাতি
আমি হব তার সুখ দুঃখের সাথী
আমায় নিয়ে করবে মাতামাতি।