হারিয়ে গেছ তুমি অনেক দূরে –
হয়তো বা হারিয়ে ফেলেছি আমি
পারিনি তোমাকে ধরে রাখতে
আমার এত জোর কোথায়!
যে তোমাকে ধরে রাখবো –
তাই হয়তো তুমি একটু একটু করে
হারিয়ে গেছ আমার কাছ থেকে
তোমার শূন্যতা আমাকে ব্যথা দেয়!
তবুও পারিনি ধরে রাখতে তোমাকে
কত অসহায় আমি
আজ আমি শূন্য মনে শুধু খুঁজি তোমাকে
আর মনে করি সেই দিনগুলি –
যেদিন, তুমি ছিলে কাছে।
আমার প্রতিটি নিঃশ্বাসে আর বিশ্বাসে
তুমি, শুধু তুমি।
আজ তুমি অনেক দূরে –
কোন দিগন্তের পারে আমি জানিনা
তবে আমার শুধু মনে হয়, তুমি আছ
আমার প্রতিটি হৃদস্পন্দনে, চোখের জলে
আর হাসির ঝলকে
তুমি আছ, হ্যাঁ তুমি আছ
আমার মননে স্বপনে – আমার সবখানে
তুমি যতই হারিয়ে যাও আমার থেকে
তবু তুমি আছ -আছ- আছ
আমার একান্ত গোপনে।