দগ্ধ মনের অন্তরালে জ্যোৎস্না কেবল পুড়ছে
নীরব হাসির অন্তরালে কাঁদছে চাঁদ কাঁদছে।
বাতায়নে মরুময় আকাশ কেমন ক্রন্দসী উচাটন
নীরব আঁখির অশ্রুজলের প্রেম আকুল প্রিয়া-সে।
গলির মধ্যে অগুনতি গলি মুখ লুকিয়ে কান্না
নগ্ন সাজে পথেই তাদের গলাগলি লজ্জাহীনা।
বিষের জ্বালা বহন করে ছাইমেখে এক নীলকণ্ঠ
আকণ্ঠ নেশায় শনির পরশ অন্ধকারে নিমজ্জিত ।
সতী হাটে বিলায় সাথে বেআব্রু বুক বায়োস্কোপ
অর্থে কেনা যায়না চেনা আবছা হরফ চোখের নাচন।
হায় অভাগা অতল জলে ভবিষ্যত নিমজ্জিত-
ধুলোয় গড়ায় শৈশব যেন নির্বাসনে অধিকার।
মানুষ দেখি ফানুস হয়ে উড়ছে লোভের মত্ত গ্যাসে
বিবেকখানা গাছের ডালে মজায় মজে অট্টহাসে।
কথায় কথায় ওঝা আসে মন্ত্র পাকে সাপবন্দি
কাল কেউটে,কাল নিগিনী এড়িয়ে চলি ভগ্ন পথে।