আচমকা যদি হারিয়ে যেতে পারতাম…!!
তারা খসার মতো টুক করে ঝরে পড়তে,
গুরুত্বহীন পথচলা পথিকের নিরুদ্দেশে পাড়ি..!
জানি তাহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে
চলে আসব অচিরেই,
আশঙ্কার মেঘে হঠাৎ দিকশূন্যপুরে হারিয়ে যাওয়ার খবরে যেন মৃদু গুঞ্জন,
আড্ডায় বিশ্বযুদ্ধ থেকে ক্রিকেট,মুদ্রাস্ফীতি শেয়ার বাজার
সব আলোচনার শেষে আমি কোথায় যেতে পারি সন্দেহ..!
বিমর্ষ মুখে শুভাকাঙ্খীদের ভিড়,সব তো ঠিক ছিল,তবে কেন কোথায় কিভাবে এমন সব প্রশ্নের ঘূর্ণাবর্ত।
কৌতুহলী মুখ সরিয়ে আচমকা আমি এসে বলবো,”একদম ঠিক আছি,বিন্দাস,হারিয়ে যাবো বললেই তো যেতে পারি না এই চেনা ঘর,উঠান,ডাইনিং ছেড়ে!
কেবল নিজের ভালো থাকা বিচার্য না করা আমি অনুভব করতে পারি,
অনেকগুলো মানুষর ভালো থাকা,তাদের ভালোবাসা আমার ওপর বর্তায়।
এ যেন সবার অদৃশ্য জমাটি ভালোবাসা,স্নেহের আলোয় উজ্জীবিত নতুন” আমি’র প্রত্যাবর্তন “