ছোটবেলা বড় তাড়াতাড়িই বড় হয়ে গেলো,
খুশির মুহুর্ত গুলো একঝটকায় পথ হারালো,
রঙের বৈচিত্র্যের ছোঁয়ায় খুশি চিরকালীন,
স্মৃতির ভীড়ে খুনসুটি গুলো আজও অমলিন,
বড়বেলা শুধুই প্রাপ্তি অপ্রাপ্তির লেখাজোখা ,
আর ক্ষণে ক্ষণে রঙ বদলানোর রূপরেখা ।
দলবেঁধে হুল্লোড়ে ডানপিটে সব মহাবলী ভীম,
দুষ্টুমিতে সেরার সেরা, যদিও ভীতুর ডিম,
যদি পড়ে ধরা, সাত চড়েও তো রা কাড়ে না,
যেন ভাজা মাছ কেউ উলটে খেতে জানেনা।
সময় হতেই বড়বেলার ছাড়াছাড়ি হলো হাত,
মনের উচ্ছ্বাস গেল হারিয়ে, আনন্দ কুপোকাত,
স্বপ্ন কারো হলো সত্যি, সাফল্যের চূড়ায় নির্ভীক,
জীবন যুদ্ধে হেরে কেউ কেউ হলো পরাজিত সৈনিক ।
ইচ্ছে করে ছোটবেলা বড় কখনও না হয়,
শৈশব যদি থাকে চিরকাল, কিএমন ক্ষতি হয়?