সকলের শৈশব কিন্তু একই সূত্রে বাঁধা
ছোটোতে ভিজতাম কত অতীত ভাসে দাদা।
ভিজলে সর্দি কাশি তেল মালিশ হতো
এখনতো জ্বরের ভয়ে নানান রোগের গুঁতো।।
আমাদের শৈশব ছিল অনেক অনেক ভালো
বর্তমানে শিশুদের অবস্হা অমাবস্যার মতো কালো।
সকলের শৈশব কিন্তু একই সূত্রে বাঁধা
ছোটোতে ভিজতাম কত অতীত ভাসে দাদা।
ভিজলে সর্দি কাশি তেল মালিশ হতো
এখনতো জ্বরের ভয়ে নানান রোগের গুঁতো।।
আমাদের শৈশব ছিল অনেক অনেক ভালো
বর্তমানে শিশুদের অবস্হা অমাবস্যার মতো কালো।