বাঘরোল ও হতে পারে ,
হতে পারে হায়না ।
বনে দেখা যায় তারে ,
লোকালয়ে যায় না ।
ক’দিন হল উঠেছে রব ,
দিচ্ছে হানা গ্রামে – গ্রামে ।
আচ্ছা, এও কী সম্ভব ?
ফেসবুক আর ইনস্টাগ্রামে ,
রটছে গুজব তাহার নামে ।
আমাদের এলাকাতে ,
করতে শিকার, আসছে রাতে ।
চোখে – মুখে দিচ্ছে খাবল ।
খুঁজছে মানুষ, হাতে শাবল ।
দু- একটা নাকি পড়েছে মারা ।
নিজের চোখে দেখেছে কারা ?
ভয়ে মানুষ দিশেহারা ।
আমার চোখে পড়েনি ভাই ।
সত্য – মিথ্যা জানি না তাই ।