কোথা বিদ্যুৎ কোথায় বা ছিল এই প্রযুক্তি বল!
সেদিন তখন হাতপাখা ছিল গ্রীষ্মের সম্বল।
বিদ্যুৎ বলে বনবন ঘোরে নাই আর কোন ভার ,
ইনভার্টার আছে ঘরে আজ পরোয়া কে করে তার!
হাতপাখা আজ ব্রাত্য হয়েছে কালের কবলে পড়ে,
কুটির শিল্প পড়েছে বিপাকে শিল্পী না খেয়ে মরে।
প্রযুক্তি বলে বলীয়ান তবু মেনে নিতে হবে দায়,
অগ্রগতির জোয়ারে যখন পুরাতন ভেসে যায়।