প্রকৃতির নানা ভাষা বুঝতে বুঝতে বুঝতে
পথ যখন এগিয়ে যায়…..
জীবন সেই সাবলীল ছন্দ দেখে থমকে দাঁড়ায়, বিস্ফোরণ চোরাবালির আবর্তে জাগে,
প্রকৃতির কাছে সহজপাঠ এখনো হয় নি চাওয়া।
গতানুগতিক দিনলিপি একটু অদলবদল করলে উপকার অবশ্যম্ভাবী,
মন জানে, জেনে তবুও বেরসিক অসহায় সীমা-পরিসীমায়,
প্রাকৃতিক বর্ণাঢ্য কাজ অন্তরে উপলব্ধি করার ক্ষমতা পায় নি আত্মা।
জীবনরসে প্রকৃতিকে ভিজিয়ে নিতে
পুরোযায়ী মন একটু দাঁড়াও,
সামনের খোলা ময়দানে হাওয়া ফিসফিস করে,
কান পেতে শোনো ওদের সাদর আমন্ত্রণ।