চিনতে হবে গাছগাছালি, চিনতে হবে মাটি
আসবে নাকি আমার সাথে, এসো হাঁটি হাঁটি।
দেখাই আমি বিশ্বজগৎ, দেখাই চন্দ্র তারা
দেখবে তুমি দুচোখ ভরে হয়ে পাগলপারা।
কেমন করে পাখি ওড়ে, কোন্ সে সূত্র বলে
বিশ্রামে যাই আমরা সবাই, সময় কেবল চলে।
কেমন করে এস্কিমোদের বরফ ঘরে বাঁচা
ঠান্ডা থেকে বাঁচায় তাদের ইগলু নামের খাঁচা।
হাতের ছাপ চোখের মণির লক্ষকোটি প্রকার
এক নিমেষে মানুষ চেনায় যেমনিই হোক আকার।
পারস্পরিক অমোঘ টানে গ্রহ তারা ভাসে
একই স্থানে ঘুরে ফিরে বারংবার আসে।
দেখবে নাকি শনির বলয়, দেখবে আকাশ গঙ্গা
খাম্বাচেনের মাথায় চড়ে, শুভ্র কাঞ্চন জঙ্ঘা।
ব্ল্যাকহোলের ওই কালো চোখে অবাক দৃষ্টিশক্তি
সব দেখাবো আসলে পরে, রেখে মনে ভক্তি।
আসবে তুমি রবি হরি, আসবে সীমা রেখা
হাতছানি দেয় প্রকৃতি উদার, সব অদেখা দেখা।
সপ্ত ঋষির মন্ডলে আজ সাত তারাদের সারি
সেসব দেখেই ফিরে যেও, তোমার সাধের বাড়ি।।