হাট বসেছে পথের ধারে
দূরের গ্ৰামে লখিম পুরে,
রকমারি জিনিস যত
সকল মানুষ কিনছে ঘুরে।
আলু পটল উচ্ছে ঝিঙে
দেদার সবাই নিচ্ছে কিনে,
সস্তাতে সব যায় যে নিয়ে
সপ্তাহের এই একটা দিনে।
বটের তলে রৌদ্র ছায়ে
বেচা কেনার পর্ব চলে,
ছোটো ছোটো ব্যবসায়ীরা
পাইকারিতে কেনে দলে।
সরগরম এই হাটের মেলা
নীরব নিশ্চুপ সন্ধ্যা থেকে,
হাট ভাঙে তাই বটের তলা
অন্ধকারে যায় যে ঢেকে।
দূরের গ্ৰামে প্রদীপ জ্বলে
আঁধারে ছায় চড়াচড়ে,
হাটের সে স্থান একলা পড়ে
রয় অসহায় বটের তলে।