সে-ই-ই-ই পাওয়া না -পাওয়ার টালমাটাল
জলে হাট্টিম হা ডু ডু খেলছি , খা !
খা রে পাতাল প্রেত
পা টেনে ছিবড়ে করে দে !
দে বললেই তো আর নেওয়া যায় না
অধিক , আলোর জন্য হাড় খালি রাখতে হয় ।
হয়বদন হলো ঘোড়ার শক্তি আর
মানুষের বুদ্ধির মিশেলে এক পূর্ণ প্রতীকের খোঁজ ।
খোঁজ এসে মঞ্চ দাপায় ।
মগজের নির্দেশে শরীরের যত কেরামতি ।
মতিই হারালো শেষে শক্তির গতি , কবিতাও !
কবিতাও জীবনের মতো অপূর্ণ আলোর আঁধার
আর আঁধারী আলোর মাঝে
হাট্টিম হা ডু ডু-ই খেলে ।
ঋণস্বীকার– গিরীশ কারনাড
নাটক– হয়বদন