তুমি যেদিন আমার সাথে দিক বদলে নিলে,
আগাম খবর পেয়েছিলো সেদিন হাওয়া মোরগ!
তিরের ফলায় পৌঁছেছিল অশনি সংকেত
বিশ্বব্যাপি ছড়িয়ে দিতে অনুজীবি রোগ।
সোনাঝুড়ি গাছের নিচে সেদিন শপথ করা
একটুখানি ভুল কিম্বা ভুল করতে চাওয়া
চোখের পলক ফেলার আগেই হাহা হাহা হাহা
ঝড়ের মতোই বদলে গেল দখিন মুখি হাওয়া।
আমি তুমি ঝড়ের মাঝে সেদিন অসহায়
খুঁজছি তখন মাথার উপর একটুখানি ছাদ,
কেমন করে পৌঁছে গেলাম চরাই ঘেরা পথে
তাকিয়ে দেখি সামনে তখন গহীন গভীর খাদ।
আমি তো আর কল্প কথার রাজ পুত্তুর নই
রাজকন্যে সঙ্গে নিয়ে ফিরবো আপন গাঁয়ে,
নীলচে আলোয় আমি তখন হচ্ছি সবুজ মানুষ
দেখতে পাচ্ছি তিরের ফলায় মৃত্যু আসছে ধেয়ে।