হবুচন্দ্র রাজার এই গোবুচন্দ্র মন্ত্রী
নাকে কানে তুলো গুঁজে আঁটেন শুধু ফন্দি।
কিভাবে করবে হত্যা জনগণের কণ্ঠ?
ভাবেন শুধু সারাটাদিন মন্ত্রী গোবুচন্দ্র।
পড়ালেখা করলে বাড়বে প্রশ্নের পর প্রশ্ন।
তাইতো হবুচন্দ্র রাজাদেশে পড়ালেখা বন্ধ।
শোষন আর তোষণ দুইই সমার্থক।
তাইতো মন্ত্রী গোবুচন্দ্র পড়েন ত্রিপিটক।
অল্পবিদ্যা ভয়ংকরী আমরা সবাই জানি।
হবুচন্দ্র রাজার দেশে তারাই বড় দামী।
হবুচন্দ্র রাজার দেশে স্বাস্থ্য বড় বালাই।
টাকা না থাকলে প্রজাদের মিলবে নাকো দাওয়াই।
গোবুচন্দ্র মন্ত্রী ভাবেন বড় লোকের কথা।
হবুচন্দ্র রাজা শুনে নাড়ায় শুধু মাথা।
হবুচন্দ্র রাজা ভাবেন কর চাপানোর কথা।
গোবুচন্দ্র মন্ত্রী বলেন অপূর্ব সে প্রথা।
হবু আর গোবুচন্দ্র খেলেন বসে দাবা।
ঘোড়া হাতি বঢ়ে নিয়ে করেন তাদের সেবা।
হবুচন্দ্র যদি বলেন একবার কিস্তিমাত।
পরেরবারই গোবুচন্দ্র জানায় খেলা মাত্।
একবার সাদা আরেকবার কালো।
হবু আর গোবুচন্দ্রের সবটাই যে ভালো।