তোমাদের ঐ আলোতে ; ঐ বাতাসে
আমার রাত্রি শেষ হবে
জ্ঞানের আলো জানি না যে জ্বলবে শেষে কবে
তোমার খবর আমায় ভাবায়
আমায় জাগায়; আমায় নামায়; কোথায় ?
রাত্রি শেষে তোমার মালা আমায় আবার কাঁদায়।
পথের দাবী করেছিল পথ ;আমি কেবল পথিক
দেখা হলো পুনরায়; জীবনের মোহনায়
আছি দাঁড়িয়ে নির্দ্বিধায়;
আছিলায় ভাঙে সব কলরব
অনুতাপের যত বৃথা অনুভব
সীমান্তের নিভন্ত সুরের জীবন্ত সংশপ্তক
দিকে দিকে দিক দেখি চারিদিক
আজও আছো যারা পাশবিক
ওঠো; জাগো; জাগাই; এসো পণ করি সবাই
হবই হব আজ।আজ হবই মানবিক।