চার দিকে জাতপাতের বৈষম্য নানান অরাজকতা
কে বলবে আমাদের দেশ পেয়েছিল স্বাধীনতা!
অসুস্থ সমাজে চলে সদা প্রতিযোগিতার খেলা
মারামারি ,কলহ,বিদ্বেষে কাটে সবার বেলা।
মানুষের মানবতা সব জ্বলে পুড়ে শেষ
সুস্থ সমাজ কবে গড়বে হবে নুতন দেশ!
চার দিকে জাতপাতের বৈষম্য নানান অরাজকতা
কে বলবে আমাদের দেশ পেয়েছিল স্বাধীনতা!
অসুস্থ সমাজে চলে সদা প্রতিযোগিতার খেলা
মারামারি ,কলহ,বিদ্বেষে কাটে সবার বেলা।
মানুষের মানবতা সব জ্বলে পুড়ে শেষ
সুস্থ সমাজ কবে গড়বে হবে নুতন দেশ!