বাইরে ভীষণ কোলাহল, অনেকের চড়া গলা
প্রজ্ঞার গভীর বাণী নিয়ত ছাপিয়ে ওঠে, কারো
কারো কিছু ইতর, অশ্লীল ভঙ্গি ভব্যতাকে করে
বিদ্রূপ; কলহপরায়ণ লোকগুলো অকারণ
ক্ষেপে ওঠে, তাড়া ক’রে বেড়ায় ধীমান ব্যক্তিদের
যখন তখন, পথে পথে ঘোরে দাঁতাল শুয়োর!
তুমি কি ভন্ডামি, ডাহা মিথ্যা, কপটতা, উচ্ছৃংখল
ধর্মান্ধ ভিড়ের কাছে স্বীকার করবে নতি? ম্লান
মুখে বসে থাকবে একা? ভ্রষ্ট রাজনীতিবিদ আর
প্রগতির নেতাদের পিঠটান দেখে হতাশায়
নিয়ত থাকবে ডুবে? তোমার চৌদিকে গজরাচ্ছে
বটে হিংস্র অন্ধকার, তবু নিজেকে আলোর ধ্যানে,
সত্য-সুন্দরের সাধনায় মগ্ন রাখো নিত্য হও
নীলকণ্ঠ ভালোবাসো, যাকে গাঢ় ভালবাসা যায়।