ভীড়ের মাঝে হারিয়ে গেছো,
খুঁজেছি কতো তোমায়
হাতটা শক্ত করেই ধরেছি ভেবে নিশ্চিন্ত ছিলাম।
কখন যে আলগা হয়ে গেছে হাতটা বুঝিনি এতটুকু,
হয়তো তুমি ইচ্ছা করেই হারিয়ে গেছো
শুধু ভুল করে স্মৃতিগুলো ফেলে গেছো।
জানো! ওগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি
এতটুকুও ধূলো পড়তে দিইনি
যদি কখনও তোমাকে খুঁজে পাই
সব ফিরিয়ে দেব বলে,
আঁখিপাতে মেঘের ঘনঘটা বেড়েই চলেছে,
তবু বৃষ্টির ফোঁটা পড়তে দিইনি স্মৃতিগুলোতে
পাছে বৃষ্টির জলে ধুয়ে সব আবছা হয়ে যায়,
তাই মেঘগুলোকে অনেক কষ্টে সরিয়ে রেখে
সূর্যালোকে গা ভাসিয়েছি ।।