অন্তর মাঝে চুপকথা হয়ে আছে কত স্মৃতি ঘিরে,
মন গ্যালারির ভাঁজে খুঁজে পাই পুরোনো নিজেকে ফিরে।
শৈশব বেলা ছেলেমেয়ে মিলে কত খেলা এক সাথে,
স্কুলেতে যাওয়া হাতে বই নিয়ে রীতি কত দিনে রাতে।
বিকেলে পাড়ায় আড্ডা গল্প সন্ধ্যে হতেই ঘর,
পড়াশুনা করা ফাঁকিবাজি হলে বকুনি সঙ্গে চড়।
সুখে দুখে ভরা নানা আনন্দে কেটেছে দিবস কত,
গ্যালারির ভাঁজে খুঁজে পেতে সব হৃদি থাকে সদা রত।
ঠাকুমার ঝুলি, গল্পের বই লুকিয়ে গোপনে পড়া,
বৃষ্টির দিনে লুডু ,দাবা খেলা স্মৃতি কত সুখে ভরা।
ভাদ্রতে ঘুড়ি উড়ানোর পালা খুশি ভরা মন তল,
ছিলোনা স্মার্ট ফোন চিঠি লিখে খবর নেওয়া চল।
টেলিভিশনের ঢল ছিলো কম রেডিওর গান পুঁজি,
সেই দিনগুলি পড়ে খুব মনে গ্যালারিতে তাই খুঁজি।
স্মৃতি মাঝে ডুবে দিন কেটে যায় মন্দ ভালোয় বেশ,
মনে শিহরণ জাগে প্রতি ক্ষণ হৃদি মাঝে সুখ রেশ।