আমার মেয়ে বেলায় যে বেল ফুল ফুটত
সেই যে মেয়ে বেলায় অজানা ভয় হত।
সেই যে কিশোরী কালে পায়ে তাল থাকতো
সেই যে মেয়ে বেলায় পড়ায় ফাঁকি থাকতো।
আজ বেল ছুঁতে পাই না, থাকি অনেক উঁচুতে,
আজ সব ভয় চুকিয়ে আমি নির্ভয়ের দলেতে।
রেডিও তে সেতারের ঝংকারে নাচি তালে, বেতালে।
আজ ,ইচ্ছেতে পড়ি,পড়ি না মায়ের ইচ্ছের বলে।
আজ মন খোলার বাধা কোন বাধা নেই
একটা কাল ছিল যখন আমি নিশ্চুপেই।
সন্ধ্যা তারা মন ভোলাতো সাঁঝের কালের সাথে
আলোর মালায় ভরে দিত আকাশ আমার মাথে ।
কোথায় যেন হারিয়ে গেল তারায় ভরা আকাশ টা
সাঁঝের কালে তারা চেনাতে বাবা তুলতো হাত টা ।
হারিয়ে গেল আমার বাবা তারকা দলের মাঝে।
আজও খুঁজি বাবারে মোর শত তারকা র মাঝে।
কোন তারা যে আমার বাবা সেথায় জাগে নিদ্রা হারা
খুঁজে বেড়াই বাবারে মোর ,উথাল পাথাল মন কাড়া ।
কতোকাল দেখিনি তোমায়, ঘুম পাড়াতে মনকাড়া সুরে
করুন বাঁশি বাজে দূরে বাবা থাকে আকাশের ঐ ঘরে ।