বলেছিলে তুমি , ‘আমায় নাইবা মনে রাখলে,’
একথা কেমন করে কবি তুমি বলতে পারলে!
তোমাকে নিয়ে চলা আমাদের নিত্য দিনে রাতে,
শৈশবে তোমার সহজপাঠে হাতেখড়ি সাথে।
‘কুমোর পাড়ার গরুর গাড়ি’ আজও মনে আছে,
‘আমাদের ছোটো নদী’ দেখি গ্ৰামের কাছে।
কত সৃষ্টি গেছো করে কাব্য গান উপন্যাস,
নিত্যদিন মনের পাতায় তোমার বিচরণ অনায়াস,
সাহিত্যের স্বর্ণরথে করলে বিশ্বভ্রমণ,
গীতাঞ্জলি কাব্যগ্রন্থে পেলে অমূল্য নোবেল রতন।
বিশ্ব মাঝে শ্রেষ্ঠ খ্যাতি হও মহান বিশ্ব কবি,
ভারতভূমের গৌরবোজ্জ্বল তুমি দীপ্ত রবি।
জন্ম তোমার জোড়াসাঁকোয় পঁচিশে বৈশাখ,
উদয় দীগন্তে সবিতার হাসি, বাজলো খুশির শাঁখ।
স্মৃতির মোহনায় সদাই রাজো, আছো জুড়ে মন প্রাণ,
আজকে একশো তেষট্টিতম জন্মদিনে তোমায় জানাই সশ্রদ্ধ প্রণাম।