স্বল্পায়ত কিন্তু বৈচিত্র্যময় জীবনে কতই না স্মৃতির মুহূর্ত হৃদয়ের অ্যালবামে সুবিন্যস্ত, সুসজ্জিত l
কাঙ্ক্ষিত পছন্দের অনুভূতি দিয়ে শত ব্যস্ততায়
সুনিপুণভাবে জীবনটাকে সাজানোর প্রচেষ্টা l
অস্তিত্ত্বের প্রকোষ্ঠে বাক্সবন্দী স্মৃতি সকল মনে করায় বিচ্ছেদের ব্যাথা, মনের শূন্যতা l
স্মৃতির জালে দীপ্ত বাসনায় মগ্ন থাকা তিমির,
ধূসর আঁচলে জ্যোৎস্নার জঠরে মুখ লোকায় l
তোমাকে নিয়ে রচিত কবিতার স্তবকে,
উষ্ণতার অবগাহনে প্রেমের প্রহরী ছিলাম আমি l
আমার হৃদয়ের আবেগে দূর নীলিমায় কেবলই
তোমার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকি l
ম্রিয়মান আলোয় অভিসারী কুহকিনী হয়ে
মিশে যাই স্মৃতির ধোঁয়াশায় l
বেসামাল, কর্দমাক্তময় ভাবনাগুলো হৃদয় অলিন্দে
নিয়ম মাফিক আঁচড় কাটে l
স্মৃতির অ্যালবামে সবটা গচ্ছিত চির উজ্জ্বল l
তোমার সাথে কাটানো গোধূলি লগ্নের শেষ মুহূর্ত
মনে করলে, হাজারো রঙিন স্বপ্ন গুলো প্রজাপতির মত
হৃদয় মহলে উড়ে বেড়ায় l
লুপ্ত সেই অমূল্য স্মৃতি আজও হাতড়িয়ে বেড়াই
মনের মাঝে স্মৃতির ক্যানভাসে ll