যুগ যুগান্তর আলো আঁধারের বিষাদ গেঁথেছো মর্মে
লিপিতন্ত্তুজে ছাপ রেখে যাও, ভীষণ ক্ষয়ের ধর্মে।
নিজ আকরে সঞ্চিত লিপি, স্মৃতির পয়ার ছন্দে
ঘর্ষণে তার জ্বলেছে আগুন, তাইতো মানব বন্দে।
কতো দেবদেবী রূপ পায় তাতে, মুল উপাদান প্রস্তর
উত্তাল ঢেউ শান্ত-নিথর, আঘাত পোহায় বিস্তর।
ইতিহাস তাকে ছুঁয়ে ছুঁয়ে যায়, নানান স্মৃতির স্পর্শে
গবেষক সব মগ্ন বিভোর, আবিস্কারের হর্ষে।
বর্ণ শোষণে, বর্ণ ধারনে নানান রকম প্রকাশ
মিথ্যা আশায় বেচাকেনা তার, হয়না জীবন বিকাশ।
বেদনা যখন পাহাড় প্রমাণ, সুখের বাসনা অঙ্গে
চমকিত হই উজ্জ্বলতায় নানান রকম রঙ্গে।
কতো যে অশ্রু ঝরে পড়ে রোজ, হৃদি প্রস্তর পাত্রে
আগলে রেখো জীবাশ্ম করে, ওই বন্ধুর গাত্রে।
কতো যাপনের চর্চিত ছবি, কতো জীবনের গল্প
সত্যি সেটাই লিখিত পাথরে, বাকিটা কেবল কল্প।।