চব্বিশ পরগনা মুরাতিপুর
তোমার জনম ধাম,
সুযোগ্য সন্তান বিভূতিভূষণ
পিতা মহানন্দ নাম।
গ্রাম্য প্রকৃতির নিবিড় মায়ায়
লিখেছো কতনা কাব্য,
ললিত রচনা পাঠকের কাছে
লেগেছে শ্রুতিতে শ্রাব্য।
পথের পাচালি আরণ্যক সবি
অমর তোমার সৃষ্টি,
যত করি পাঠ আনন্দ উল্লাসে
মুগ্ধতায় ভরে দৃষ্টি।
গাঁয়ের মাঠেতে বেড়াও খুশিতে
অপু ও দুর্গার সনে,
আম আঁটির ভেপু বাজাও তুমি
খেয়াল খুশির মনে।
চাঁদের পাহাড় কিশোর মনেতে
কল্পনার জাল বুনে,
মেঘমল্লার তাল নবমী কবি
রচিলে কাব্যিক গুনে।
রবীন্দ্র পুরস্কারে ভূষিত তুমি
পেলে কতশত মানে,
বাংলা সাহিত্য সমৃদ্ধ হলগো
অক্ষয় তোমার দানে।