তরুণ বৈরাগী গৈরিক বসনে
তুমি বিবেকানন্দ স্বামী,
পরমহংস শিষ্য ছুঁতমার্গের উর্ধ্বে
স্মরণে তোমায় আমি।
তেজস্বী তাপস নরেন্দ্রনাথ দত্ত
বিবেক জুড়ে আনন্দ,
বলেন সর্বধর্ম সমন্বয়ের কথা
ধরেন প্রীতি সানন্দ।
বেদান্ত দর্শনের অনুগামী স্বামী
সন্ন্যাসী বিবিদিষানন্দ নাম,
বিবেকানন্দ ছদ্মনাম গ্রহন করেন
গেলেন শিকাগো ধাম।
কর্ম মাঝেই ধর্ম পূজা
দিলেন মন্ত্র কানে,
জীবের সেবাই ঠাকুর সেবা
জপেন মনে প্রাণে।
শুচি অশুচির প্রভেদ নেই
সবাইকে করেন আপন,
আলিঙ্গনে আবদ্ধ হও ভালোবেসে
যথাযথ করলেন জ্ঞাপন।