ভুজঙ্গ বিষ মনের মাঝে
এমন শয়তান অনেক আজ,
মারছে ছলে কত মানুষ
নেইকো বিবেক নেইকো লাজ।
লোভের রুটি সেঁকতে গিয়ে
দেশের সম্পদ লুটে খায়,
স্বৈরাচারীর অত্যাচারে
আমজনতা মরছে হায়!
জাগো সবে চেতন বোধে
মারটা খাবে কত আর?
প্রতিবাদে ওঠো ফুঁসে
বন্ধ করতে অবিচার।
জেনে রেখো শিক্ষা অস্ত্রের
বিকল্প আর কিছুই নাই,
অত্যাচারীর কণ্ঠরোধে
মসির প্রয়োগ তাইতো চাই।
ভুজঙ্গদের বিষের ফণা
ভেঙ্গে মুচড়ে দাওরে ভাই,
দেশ সমাজের শত্রু এরা
সমূলে নাশ করা চাই।
আমজনতা সবাই যদি
ঐক্যবোধে মেলাও হাত,
বিষদাঁত টা ভেঙে গেলে
থাকবে মিলে সবাই সাথ।