মগজে কারফিউ চলছে
তাই ভাবনা , চিন্তা মানা ।
সাহিত্য ব্যবসা অন্য ব্যবসাকে
চ্যালেঞ্জ করছে ,
এর মাঝে দিশেহারা আমি
ভবঘুরে কবি , আমার সব কথাই
ফালতু মনে হচ্ছে , তাদের কাছে,
যারা বিখ্যাত হতে চায় কিন্ত
ভালো লেখার কথায় এনার্জি হয় ,
তবুও আমি সময়ের কবিতা
যন্ত্রণায় যন্ত্রণায় ছড়িয়ে
দিচ্ছি স্যোসাল মিডিয়ায় ,
তাতে কেউ মনে করছে
কেন এমন লিখছে ?
স্রোতের বিরুদ্ধে পা ফেলে কি লাভ ?
তার চেয়ে লাইন মেনে চলো
, ফুর্তিতে মেতে ওঠো আর
পাঁচজনের মতন ,
দেখবে যারা তোমার পাশ থেকে
সরে গেছে , তারা ফিরে আসবে,
বলবে এতো আমাদেরই লোক ,
ওকে ভয় পেও না , ও তো
আমাদের মতনই তোষামোদকারী ,
ধূর্ত যে ফাঁক তালে
পেতে চায় অনেক কিছুই ।
সত্যের আগুনে পুড়ে পুড়ে
ও তো ছাই হয়ে গেছে ,
উৎসবের ঝড়ে
উড়িয়ে দাও ওকে ,
তা হলে স্বতন্ত্র থাকার
সব স্বপ্ন মুছে যাবে ওর ।
মগজে কার্ফিউ চলছে ,
তাই সব সত চিন্তা – ভাবনা বন্ধ ,
শুধু ফুর্তিতে মাতো নইলে
থাকো একা কবিতার
নির্জন দ্বীপে, স্বেচ্ছা নির্বাসনে ।
