তোমাকে ফাঁকি দিইনি কোনদিন
নিজেকে নিখুঁত ভাবেই দিয়েছি
তোমার অলংকারহীন দেহ
সাজাতে গিয়ে –
চোখের তলায় কালি ফেলেছি
ফুলের রাস্তা তৈরী করতে গিয়ে
নিজস্ব যাপনে কাঁটা মেখেছি
শুধু একবার তোমাকে
পূর্ণরূপে দেখব বলেই
অজস্র জীবনের ঘুম হারিয়েছি
রাত গুলো গ্লাসে জড়ো করে
এক নিশ্বাসে পান করেছি
এ পথ আগুনের
পুড়তে ভালবাসি
যদি কোনদিন ভালোবাসতে পারো
তোমার শরীরে রেখে যাব
(আমার)নিস্কলঙ্ক হাসির চিহ্ন