এত এত রক্তের বিনিময়ে অর্জিত
সাত রাজার ধন এক মাণিক ‘স্বাধীনতা’,
কত কত বিপ্লবীদের নারকীয় কষ্ট ভুলে
এখানে যেন ধুলোয় গড়াগড়ি দেয় মানবতা।
স্বাধীন মানুষের জীবনে ভয়াল অসহায়তার
মর্মান্তিক চিত্রটা এখন বড় প্রাসঙ্গিক,
তখন প্রশ্নের পর প্রশ্নের ভীড় জমায়েতে
চেতনার অলিন্দে জাগায় চিন্তা-ভাবনা,
তবে কি হবেই ব্যর্থ বীরেদের সাধনা?
না হলে খুন-জখম-রাহাজনি-ধর্ষণ কেন
মসনদে আসীন হয়ে শাসকের ছড়ি ঘোরায়?
তখুনি যেন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়
মানুষের পরাধীনতা অশুভ আত্মার কাছে।
এবার তবে স্বাধীনতার মূল্যায়ন শীতল
মগজে নিয়ে পদে পদে এগোনই ভালো,
ধুয়ে যা্ক, মুছে যাক অপরাধের জহান্নম
উজ্জ্বল আলোকের ঝরণায় সকল কালো।
সাফসুতরো দিনগুলোতে আবার ফিরবে স্বাধীনতা,
পরাধীনতার গ্লানি তাড়িয়ে জাগুক অনন্যতা।