চোখ থাকতে সবাই অন্ধ!
সবার চোখের আলো নিভে গেছে হয়ত!
বিবেককে কোথায় হারিয়ে ফেলেছ!
দশ শতাংশ ধর্ষকের জন্য
লজ্জায় ঘৃণায় মাটিতে মিশে গেছে সমগ্র পুরুষ সমাজ।
তারা ও হয়তো কোনো কন্যার দাদা,বোন,মা,
অবশেষে বলি পিতা
ওই কামুক,সাইকোদের যখন কোনো হুঁশ নেই তারা তো পশুর চাইতে অধম
তাদের মানুষ বলা যায় কি??
ওরা সমগ্র মানব জাতির কলঙ্ক
ওরা কলঙ্কিত করেছে আমাদের মাতৃ ভূমি ,
ওরা মানব কন্যাদের মেরুদন্ড ভেঙে ,অঙ্গহানি করে,চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে,শরীরের মধ্যে লোহার শিক প্রবেশ করে অত্যাচার করে !
শুধুমাত্র নির্ভয়া,আসিফা,মনীষার মতো ফুলগুলোর দল ছিঁড়ে হত্যা করে নি
হত্যা করেছে সমগ্রদেশের নারী সমাজকে।
হায়রে সমাজ ওই ফুটফুটে মেয়েটির জন্য উত্তাল দেশ,হাতরাসে ধর্ষণ ই হয়নি
শুধু ফরেন্সিক নয়,দিল্লির সফদরজং হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ নয়।
জীবিত অবস্থায় হাতরাসের নির্যাতিতাকে
শ্বাসরোধ করা হয়
তার জন্য ঘাড়ের হার ভেঙে গেছে
প্রচুর রক্তক্ষরণের ফলে মেরুদন্ডের ক্ষতি,হার্ট অ্যাটাক
জেলাশাসক বলছে করোনায় মৃত্যু।
কত ধামাচাপা দেবে
বিবেক কি সবার মরে গেছে!!!
বোধনের আগেই দেবীর বিসর্জন হয়ে গেল!
প্রশাসন এখন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন
প্রশাসন থেকে শুরু করে, আইন-আদালত সবার কাছে অনুরোধ–
তোমাদের চোখ থাকতে কেন অন্ধের ভান করে আছো!!!
আকাশ ,বাতাস,চাঁদ,সমাজ,আমলারা সবাই সব দেখছেন,জানছেন,বুঝছেন
কাজের কাজ কিছু হচ্ছে কি!
আমলারা পকেটে টাকার সাথে পাপ ভর্তি করছে!
বিবেককে সবাই জাগ্রত কর নাহলে
ঐ কন্যাদের মতো নিজের ঘরে হাত পড়বে একদিন
ধর্ষক নামক অসুরগুলোর বধ চাই
ন্যায় বিচার চাই প্রশাসনের কাছে
ওদে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দাও যা দেখে সারা প়থিবীর রেপিষ্টের দল ভাববে
হয়ত এতে কিছুতো সুরাহা হতে পারে।
এখনো সময় আছে সবাই মিলে আলো জ্বালো
সবার বিবেক জাগ্রত করো
নাহলে নির্ভয়াদের মতো সকলের সন্তানের সাথে হবে।
তারপর কদিনের জন্য শোকসভা,মোমবাতি মিছিল,নানান পত্র পত্রিকায় লেখালেখি
তারপর কিছুদিন হয়তো চুপচাপ
আবার কোন অবলার মেরুদন্ড ভেঙে জিহ্বা কেটে যে রক্তের বন্যা বইবে তাতে ধর্ষকরা স্নান করে আবার কন্যাবলী দেবে!!!
ইয়াদেবী সর্বভূতেষু শক্তিরুপেণ সংস্থিতা
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমহ নমঃ
দেবীপক্ষে দেবীর বিসর্জনের জন্য
সারা পৃথিবীর দেবীরা আসছেন
তাদের একমাত্র লক্ষ্য অসুরবধ চাই
সর্বত্র বিরাজিত হোক নারীর সম্মান,
নাহলে নারী আর কোনদিন মা হবে না
কেমন লাগবে তখন জনহীন মানবপুরী।।
যত দিন এগিয়ে চলেছে তত সর্ষের মধ্যে ভূত বের হচ্ছে
বিশ্ব সংসার আজ পুতুল খেলার সংসার
লঙ্কায় যিনি আসছেন তিনি রাবন হয়ে যাচ্ছেন
রক্ষক মশায় ভক্ষক হচ্ছেন
মন্ত্রীরা দাবা খেলতে বসেছেন।
এই আমাদের স্বাধীন দেশ