অপেক্ষায়,অপেক্ষায় পঁচাত্তর বছর কেটে গেল
স্বরাজ এলো,এলোনা দেয় প্রতিশ্রুতির ফলাফল
বাড়লো শোক, হিংসার দূর্ভোগ, তারকাঁটার সীমানা হলো।
স্বপ্ন মাড়িয়ে দুপায়ে ,স্বার্থরা ছড়ালো হলাহল।।
” কেউ কথা রাখেনি” ভুলে গেল শপদ,প্রতিজ্ঞা
ছল – চাতুরির অক্টোপাসে বিপ্লবের হলো সমাধি
কবরে,চিতায় বিপ্লব কাঁদে, তেরঙ্গায় অবহেলা,অবজ্ঞা
খুঁজে ফিরি নিশিদিন বিলুপ্ত স্বরাজের আত্মপলব্ধি।
হাড়ে, হাড়ে অনুভবে ভারত – বর্ষহীন একটি নাম
দেশটা কেটে খণ্ড – বিখন্ড মিলনের আশা দূরাহত
” পাগলা মা-কি তো একলার ” ভাগাভাগিতেই ধুমধাম
মিথ্যার বাণী ,হতাশার গ্লানি,স্বাধীনতা কবেই নিহত।