রাস্তার ধারে শুয়ে আছে, যেই ভিখারিটি ,
ওর কাছে স্বাধীনতার মানেটা কি ?
আমার কাছে তো একদিনের ছুটি ।
সারাদিন অফিসের চাপ হতে মুক্তি ।
দুরন্ত ওই শিশুটি ,
ওর কাছে স্বাধীনতা মানে বিস্কুট এবং জিলিপি ।
স্বাধীনতা মানে দোকানদারের কাছে পতাকা বিক্রি ।
আবার কিছু লোকের কাছে স্বাধীনতার মানে ,
বেসামাল মদ্যপানে ,
নাচ – গান আর আনন্দে লটালুটি ।
আমার কাছে স্বাধীনতা মানে একদিনের ছুটি ।
নদীর পাড়ে বসে ওই যে ছেলে – মেয়ের জুটি ।
ওদের স্বাধীনতায় উপেক্ষিত শাসনের ভ্রুকুটি ।
আবার পাড়ার গোবিন্দকা জানে ,
স্বাধীনতার মানে ,
ছেলেদের আহ্বানে , পতাকা উত্তোলন ,
আর বক্তৃতা কিছুক্ষন ।
এখন স্বাধীনতা মানে, নিছকই এক আনন্দ অনুষ্ঠান ।
স্মৃতিপট হতে মুছে গেছে, আত্মত্যাগ আর বলিদান ।