আবার একটি নতুন বছর-
আবার নতুন ক্যালেন্ডার,
পুরনো বছরের রেজোলিউশন
ক্যারি ফরওয়ার্ড ।
সারা বছরের হিসাব-নিকাশ
জমা খরচের হিসেব,
কতটা মিলল কতটা অমিল
সমঝোতার অংকের মিল।
পুরনো বছরের মাপকাঠিতে-
নতুন বছরকে মাপা,
নতুন বছরে নতুন করে
অনেক নতুন আশা ।
মেলা অমিলের দোলাচলে ;
নতুন আসে পুরনো বিদায়,
তবুও পুরনোকেই ভিত্তি করে
নতুনের জয় গান।
পুরোনোর বিদায়ক্ষণে
আশায় থাকে এই মন,
নতুন কিছু আনবে বয়ে
জানাই স্বাগতম, নতুন বছর।
আশা যা হয়নি পূরণ
পুরনো বছরে,
হয় যেন সবার আশা পূরণ
নতুন বছরে ।।
স্বাগত ১৪৩০।