কোকিলের কণ্ঠস্বরে সুরেলা বাহার
কাকের কর্কশ ধ্বনি বিষময় লাগে
ঝালাপালা করে কান জ্বালা প্রাণে জাগে
কিন্তু কাক সমাজের করে উপকার।
কোকিল বসন্ত সখা ফাগুন আধার
বানাতে পারেনা বাসা ঘুরে নানা বাগে
কাকের বাসায় চুপে ডিম পেড়ে ভাগে
কাক বাসে জন্ম হয় ছানা কোকিলার।
ঝাড়ুদার পাখি কাক এঁটো নোংরা খায়,
পরিবেশ পরিস্কারে নেয় কিছু দায়।
কোকিলের কুহু তানে জাগে খুশি ঘোর
এছাড়া কোকিল কভু লাগে নাতো কাজে
ফাগুনে পলাশ বাগে সুকণ্ঠে বিরাজে
কাক ডাকে উষা জাগে নিশি হয় ভোর।