সোজা সোজা মানুষগুলো বেকা হয়না কখনো
ব্যাঁকা ব্যাঁকা পথেমানুষগুলো সোজা হয়না কখনো
এই ভঙ্গিতে সমাজ ছুটে যাচ্ছে দ্রুত যত
ততটাই ঠিক প্রজন্ম পিছিয়ে পড়ছে ক্রমাগত;
ভুলে যায় সবাই হতে হয় সংযত
তবুওতো অনায়াসে মানবতা হয় প্রতিহত
মানবতা হতে হতে আহত
আজ তলানিতে মানব সমাজ;মানবতা আজ মৃত;
কপালের পরিহাস জীবনকে করছে নাশ
মৃত জ্ঞান পাপ লেখে
দেখে যায় নিজ রচিত সর্বনাশ।