আজ সারারাত খুব বৃষ্টি হোক।
মিছে অভিমান আর ব্যথা গুলো বৃষ্টির জলে যাক ধুয়ে।
ভিজে গাছের ডালে সব ঘুমিয়ে পড়ুক।
সকালের রোদ্দুর গায়ে মাখতেই তা ফুল হয়ে ফুটে ঝরে পড়ুক মাতৃক্রোড়ে!
এমন করেই, বেলা বয়ে যাবে, মিঠেল দক্ষিণা বাতাস বইবে!
কানে কানে বাতাসের ফিসফিস গুঞ্জন, বলে যাবে, এই জন্মে না হয় বৃষ্টি হয়ে ভিজলি,পরের জন্মে রৌদ্দুর হয়ে ভিজবি, হাসবি তখন ফুল ফুটিয়ে!
এমনি করে হয়তো সবকিছুই বয়ে যাবে,
সয়ে যাবে নরম নদীর বুক!
পাখির কুজনে মিষ্টি সকাল আসবে , বুক ফাটা তপ্ত দুপুর, মায়ামাখা বিকেল, হলুদ ডোবানো সন্ধ্যাবেলা
সব ফিরে ফিরে আসবে!
রাতের অন্ধকারে থেকে যাবে,
চোখের জলে এই ভালোবাসা।
মনের আঁখিতে নোনা জল ঝরলে,
কায়ার আঁখিতে অশ্রু তো ঝরে না!
থাকবে স্মৃতি। থাকবে গাছ ভরা কবিতা। আমি থাকবো।
আমার ছিঁড়ে যাওয়া পান্ডুলিপি খানি তোমার বুকের স্লেফকেসে দুলবে।
রয়ে যাবে আমাদের বলা কথোপকথন! কিন্তু আমায় আর খুঁজে পাবে না কোথাও!