রাতজাগা স্বপ্ন সকল ভোরের রশ্মিতে হারায়,
ঘাসের আগায় শিশির সকল স্নিগ্ধতার হাত বাড়ায় l
আবার একটা দিন পর রাতের আগমন,
স্বপ্ন দেখিবার তরে হৃদয় আনমন l
স্বপ্ন স্বার্থকের আশায় ব্যাকুল এ মন…
তোমার স্মৃতি আগলে রাখে চোখ দুটি সারাক্ষন l
কভু বেদনাগুলি যদি একান্তে ওঠে জেগে,
আঁখি কোণে সঞ্চিত অশ্রু বয় প্রবল বেগে l
সময় হলে এসো মোর !ওগো এসো মোর দ্বারে,
ছোট্টো আমার অস্থায়ী কুঠির বেদনা নদীর ধারে l
আজও আমি রয়েছি বসে তোমার পথ চেয়ে,
যৌবন মোর হারিয়ে গেলো নদীর তোড়ে বেয়ে l
স্বপ্ন ও আঁখি জল মোর জীবনের সাথী,
অগোছালো, নিয়ম হীন কাটছে দিবা -রাতি ll