এই বৃহন্নলা সময়ে আর
নতুন দিনের সূর্যের সন্ধান করি না,
যখন ভাই-ভাইকে খুন করে লোভে
যখন মা-বাবাকে ঘর থেকে বার করে
দিয়ে উৎসবে মাতে তাদের আত্মজ
তখন আর ঘুম আসেনা, আসে হতাশা,
মিথ্যে আশার গল্প থাকে রাজনৈতিক দলগুলোর কাছে,
তারা আর সিরিয়াল মিথ্যা বিলি করে অসচেতন জনগোষ্ঠীর কাছে,
কবি ভাল কিছু দেখতে পায়না শুধুই অন্ধকার,শুধুই হিংস্রতার দাপাদাপি।
মন আর বিবেক বলে কিছুই অবশিষ্ট নেই,
আছে শুধু লজ্জাহীন লোভ
আছে শুধু না পাওয়ার ক্ষোভ,
বেদনার কথা কারোর ভালো লাগে না
শুধুই ফুর্তিতে মাতা, নেশায় মাতা,
আগুনে জ্বলে পুড়ে ছাই হবে সততা
ভালো মানুষ পাগলা গারদে, বোধ নির্বাসনে,
বেগুন সভ্যতা উপহাস করে সময়ের ইতিহাসকে,
তবু এই সুবিধাবাদী সময়ে কবি লিখে চলে রক্তঅক্ষরে স্বপ্ন সাধনার কথা।